১০টি মজার সাইকোলজি তথ্য
psychological tricks bangla
# ১ যে মানুষ নিজের সাথে নিজে কথা বলে তার ব্রেন আন্য দের তুলনায় অনেক বেশি সাফল্য সাথে কাজ করে
#২ সাইকোলজি বলছে যদি আমরা মাথায় কোন সময় নিতিবাচক চিন্তা আসে তাহলে আপনি একটি কাগজে লিখে ফেলুন তারপর কাগজগুলো ডাস্টবিন ফেলে দিন তাহলে আপনার নেতিবাচক চিন্তা চলে যাবে।
#৩ প্রায় ৭০% মানুষ পুরনো গান শুনতে পছন্দ করে কারন সে সমস্ত গানে মধ্যে অনেক পূরণ সৃতি লুকিয়ে থাকে।
#৪ রাগ মানুষকে শারিরিক ভাবে দূর্বল করে তোলে।
#৫ যে সমস্ত মানুষের রাতে দেরিতে ঘুম আসে তার একটু ক্রেটিব মাইন্ডের হয়।
#৬ যদি আপনার ভবিষ্যতের লক্ষ্য কে অন্যর সাথে সেয়ার করেন তাহলে ৯৫% চান্স থাকে আপনি সেটাতে অসফল হবেন কারণ এতে আমরা আমাদের মিটিবে শোন হারিয়ে ফেলি
তাই নিজের ভবিষ্যতের লক্ষ্য কে অন্য সাথে সেয়ার করা উচিৎ নয়।
#৭ যদি আপনি সুখী থাকতে চান তাহলে অন্যর সাথে নিজের তূলনা করা ছেড়ে দিন কারণ একজন মানুষ তখনই সুখি থাকে যখন সে অন্য সাথে নিজের তূলনা করা ছেড়ে দেয়।
#৮ আমাদের ব্রেন ঘুমানোর সময় জতটা একটিব থাকে ততোটা একটিভ থাকে জেগে থাকা সময়।
#৯ আপনি অন্যর জন্য টাকা খরচ করে যতটা ভালো অনুভব করতে পরবেন ততোটা নিজের জন্য খরচ করে অনুভব করতে পরবেন না।
#১০ যারা মানুষকে কোনো সমস্যা সঠিক সমাধান দিয়ে থাকে তাঁরাই জীবনে বেশি সমস্যার সম্মুখীন হয়।
0 Comments