Subscribe Us

header ads

ফর্সা হওয়ার সহজ উপায়

ত্বক সুন্দর ও উজ্জ্বল করুন ঘরোয়া উপয় এজন্য আপনাদের দরকার হবে পাঁচটি উপদান  (১)বেসন দুই চামচ পরিমান (২) লেবু দুই চামচ পরিমান (৩) মধু এক চামচ পরিমান(৪)এক চিমটি পরিমান হলুদের গুরা (৫) দুই চামচ কাঁচা ধুদ
এই পাঁচটা উপদান গুলো ভালো করে মিক্স করবেন তবে আপনাদের স্কিনের মাপ আনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন উপদানগুলো  তারপর এই পাঁচটা উপদান  মিলিয়ে নিবে জখন দেখবেন সুন্দর একটা প্যাক হয়ে গেছে তখন এটা আপনাদের মুখে ভালোভাবে লাগিয়ে নিবেন তারপর ২০ - ৩০ মিনিটের জন্য রেখে দিবেন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো ভাবে দুয়ে নিবেন এটি আপনি সপ্তাহে দুই থেকে তিন বার ব্যাবহার করবেন এটি ব্যাবহারের ফলে আপনার ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে এর পাসা পাসি এই খাবার গুলো খাবেন যেমন টমেটো গাজর ডালিম এবং প্রচুর পরিমানে শাক সবজি এগুলো খেলে আমদের সরিলের দূষিত পদার্থ দূর করে এবং আমাদের ত্বক উজ্জ্বল করে এবং ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এতে আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে  তাই এই প্যাকটি অবশ্য ব্যাবহার করবেন এতে আপনার ত্বকে কোন ক্ষতি করবেনা এবং বাজার থেকে যে ক্রিম কেনেন তার দরকার হবে না এতে আপনার খরচ বাচে আর এর পাসা পাসি প্রচুর পরিমানে পানি খাবেন এবং চিনি যুক্ত খাবার থেকে দূরে থাকবেন আর সবসময় পরিস্কার পরিছিন্ন থাকার চেষ্টা করবেন 

Post a Comment

0 Comments