Subscribe Us

header ads

রসুন খেলে কি হয়।। খালি পেটে রোশন খওয়া উপকারী তা রসুন খাওয়ার উপকারী তা

খালি পেটে রোশন খওয়া উপকারী তা খালি পেটে রোশন খেলে ভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি ভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধও গরে তোলে জেনে নিন খালিপেটে খালি পেটে রোশন খওয়া উপকারীসমূহ 
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গবেষণায় দেখা গেছে খালি পেটে রোশন খেলে এটি একটি শক্তিসালি 
অ্যান্টিবায়োটিক এর ন্যায় কাজ  করে সকালে নাস্তার পূর্বে খেলে এটি আরো কার্যকিরি ভাবে কাজ করে তখন খালি পেটে রোশন খাওয়ার ফলে ব্যাকটেরিয়া  গুলো উন্মুক্ত হয়
তখন রোশনের ক্ষমতার কাছে তারা নত শিকার করে তখন সরিলের ক্ষতি কর ব্যাকটেরিয়া গুলো আর রক্ষা পায় না উচ্ছ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে  অসংখ্য মানুষ যারা উচ্ছ রক্ত সিকার তারা দেখেছেন যে রসুন খাওয়ার ফলে কিছু উপসগ্ উপশম হয় রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভালো পরিবর্তন দেখতে পায় খালি পেটে রসুন খেলে পেটে ভিন্ন সমস্যা দূর হবয় যেমন  ডায়রিয়া এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে 
রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুন এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে।

সতর্কবার্তা র: যাদের রসুন খাওয়ার ফলে এলার্জি হবার আশঙ্কা রয়েছে বা হয় তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোন সমস্যা দেখা যায় তাদের জন্য কাচারসুন না খায়া ভালো কারণ নাহলে      হেতে বীপরিত হতে পারে তাই এই সমস্যা গুলো থাকলে    কাচা  রসুন  খাবেননা 

Post a Comment

0 Comments