চুল পরা সমস্যয় আমারা কম বেশি জর্জরিত ছেলেহক কিংবা মেয়ে কিন্তু এখানে একটা ব্যাপার আছে জিন গতো কারনেও আপনার চুল জোরে যেত পারে ধরুন আপনার বাবার টাক আছে তাহলে ওটি আপনার কাছে ও আসতে পারে আর হে দিনে ১০০ টি চুল জরেপরা নরমাল এর বেশি চুল পরা সাবাবিক না একসময় আমরা দেখেছি যে আমাদের নানি দাদী রা তাদের শেষ বয়সে এসেও মাথা বর্তি চুল নিয়ে গুরতো কিন্তু এখন কমবয়সী ছেলেমেয়েরা বেশি ভোগে এই চুল পরা সমস্যায় বিভিন্ন কারণে চুল পরার সমস্য দেখা দিতে পারে যেমন
১. পানির সমেস্য
২. খাবারে সমস্য
৩. অতিরিক্ত ক্যামিকেল যুক্ত হেয়ার প্র্ডাক ব্যবহার করা
৪. মেডিসিন চলা
৫. চুলের যন্ত না নেওয়া এ কারণে চুল পরার সমস্যা দেখা দিতে পারে সমস্যা যেমন থাকে তার সমাধান ও থাকে আসুন দেখি ঘরোয়া উপয় মাএ ২০ টাকা খরচ করে চুল পরা সমস্যা সমাধান করতে পারেন চলুন দেখে নেই এরজন্য লাগবে দুটো ডিম অনেকেই চুলে ডিম লাগাতে অপছন্দ করে তারপর ও বলবো একবার ব্যবহার করে দেখুন ডিম দুটো ভালোভাবে কিক্স করে তারপর তাতে দুটো কলা মিলিয়ে নিন তার পর তাতে দুই চামচ মধু মিসিয়ে নিন তার পর এটা তৈরি হয়ে জাবে এটা আপনার চুলে লাগিয়ে নিবেন তারপর ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে সেম্পু করে দুয়ে নিন আপনি এর ব্যবহার সপ্তাহে দুই বার করুন এতে চুল পরা বন্ধ হয়ে যায়
0 Comments