খুব সহজে চুল পরা বন্ধ করুন
লম্বা চুলের জন্য পেঁয়াজ
কাজে
পেঁয়াজ হল আমাদের রোজকার রান্নায় একটি খুব প্রয়োজনীয় উপাদান;পেঁয়াজ এখন শুধু রান্নার কাজে নয়, এটা আমাদের চুলকে লম্বা করা ও নতুন চুল গজানোর ক্ষেত্রে পেঁয়াজের রস খুবই উপকারি। এতে থাকা সালফার চুলের জন্য খুবই উপকারি একটি উপাদান। পেঁয়াজ টুকরো করে তার রস বার করে, স্কাল্পে লাগান। [১০ থেকে ১৫] মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। মাথার যে অংশে চুল কম সেখানে দেখবেন নতুন চুল গজাবে।


0 Comments