Subscribe Us

header ads

স্থায়ী ভাবে ফর্সা হওয়ার উপায়/ফর্সা হওয়ার প্রাকৃতিক উপায়

 স্থায়ীভাবে ত্বক ফর্সা করার উপায়

একটি বাটিতে ১ চা চামচ পরিমান  পাউডার  দুধ, ২ চা চামচন পরিমান পাকা অথবা কাঁচা লেবুর রস আর ১.৫ চা চামচ মধুর এক সাথে মিশাতে হবে। এবার পুরো মুখে ১৫ মিনিট রেখে তার পর মুখ ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হয়ার সাথে সাথে আগের তুলনায় অনেক ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। যেকোন  ধরনের ত্বকেই এই প্যাক ব্যবহার করা যায়। লেবুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান মধু আর দুধের সাথে মিশে ত্বক ফর্সা করে । প্যাকটি তৈরি করে তেমন কোন বাড়তি কোন ঝামেলা ও নেই আর উপাদানগুলো প্রত্যেকের রান্নাঘরেই কমবেশি পাওয়া যায়।আরেকটি কথা নিয়মিত এই প্যাক লাগালে ত্বকে ব্রনের সমস্যাও থাকেনা ।


Post a Comment

0 Comments