Subscribe Us

header ads

লতা হারবাল ক্রিম এর উপকারিতা

 ফর্সা হওয়ার ক্রিম

আমাদের মধ্যে এরকম  অনেকেই মানুষ আছেন যারা কম বেসি একটু শ্যাম বর্ণের হয়ে থাকে  । আমরা সবাই কিন্তু  চাই নিজেকে সুন্দর করে তুলতে। তার জন্য মুখের মধ্যে নানা রকমের ক্রিম ব্যাবহার করে  থাকি। জা আমাদের ত্বক জন্য কতোটা ভাল তা না জেনেই।


তাই আপনি লতা হারবাল ক্রিম ব্যবহার করার চিন্তা


করেসেন ? আপনি হয়তো এটা জানেন না যে  এই লতা হারবাল ক্রিম টা কতটা বিপদজনক আপনার জন্য! যা আপনার ত্বককে অনেক ক্ষতি করে।

লতা হারবাল ক্রিম এর অপকারিতা


আপনি হয়তো ভাবছেন,এটা যে লতা হারবাল ক্রিম টা ব্যবহার করলে সারা জীবন ফর্সা থাকাযায় , এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। এই ক্রিম আপনাকে কখনোই স্থায়ীভাবে ফর্সা করবে না। এটা ব্যবহার করার পর আপনার ত্বক কিছুটা ফর্সা হবে ঠিকই, কিন্তু, তা আপনার ত্বকের চামড়া কে পাতলা করে দেয়। এবং এই ক্রিম ব্যবহার করা ছেড়ে দিলে ত্বক আগের থেকেও আনেক কালো হয়ে যাবে। রোদে বের হতে ও পারবেন না, , মেস্তা ও ব্রণ হবে পড়ার সম্ভাবনাঅনেক টা বেড়ে যায়, আরো অনেক সাংঘাতিক সমস্যা হয়

লতা হারবাল ক্রিম এর উপকারিতা


কোম্পানির দাবি: এই ক্রিম ব্যবহারের ফলে নাকি আপনার ত্বক 100% ফর্সা হবেই। এবং তারা ক্রিম এর সাথে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে থাকে, যেখানে লেখা থাকে ত্বক ফর্সা না হোলে টাকা ফেরত! তবে ভুলেও এইক্রিম  টা ব্যাভহার করবেনা

এবার জানবো কম্পানি দাবি করে এই ক্রিম টায় কি কি আছে


ক্রিমটিতে আছে নাকি অ্যালোভেরা, লাউ, আমলকি, মিষ্টিকুমড়া, , কমলা, আংগুর, আপেল, চন্দন, গাজর, নিম, গোল আলুমনজিষ্ঠা ও অন্যান্য সহযোগি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, কোম্পানির এমনটাই দাবি।বাস্তবে এর কিছুই নাই


আমি যতোটুকু জানি তাহলো  এই সব সবজি ব্যাবহার করে তৈরি ক্রিম করলে কোনদিনই ত্বককে ফর্সা করতে পারে না। এই ক্রিম তৈরি করা হয়েছে ভয়ংকর-সাংঘাতিক পারদ ব্যবহার করে।

লতা হারবাল ক্রিম এর অপকারিতা


আপনি হয়তো ভাবছেন,এটা যে লতা হারবাল ক্রিম টা ব্যবহার করলে সারা জীবন ফর্সা থাকাযায় , এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। এই ক্রিম আপনাকে কখনোই স্থায়ীভাবে ফর্সা করবে না। এটা ব্যবহার করার পর আপনার ত্বক কিছুটা ফর্সা হবে ঠিকই, কিন্তু, তা আপনার ত্বকের চামড়া কে পাতলা করে দেয়। এবং এই ক্রিম ব্যবহার করা ছেড়ে দিলে ত্বক আগের থেকেও আনেক কালো হয়ে যাবে। রোদে বের হতে ও পারবেন না, , মেস্তা ও ব্রণ হবে পড়ার সম্ভাবনাঅনেক টা বেড়ে যায়, আরো অনেক সাংঘাতিক সমস্যা হয়







Post a Comment

0 Comments