Subscribe Us

header ads

মেছতা দূর করার সহজ উপায়

 জিনগত কারণেই বেশিরভাগ মানুষের ত্বকে পড়ে মেছতার দাগ । পরিবারের কারো থাকে তাহলে পরের বংশধরদের মধ্যে মেছতা হওয়ার সম্বাবনা থাকে । অন্যদিকে নারীদের ক্ষেত্রে দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রক প্রতিষেধক খাওয়ার কারণেও মেছতা পড়ে থাকে । এই ছাড়াও গর্ভাবস্থায় অধিকাংশ মানবীর মুখে মেছতা পড়তে লক্ষ্য যায় ।

মেছতা একবার হলে তা একেবারে মুছে সহযে করা পসিবল নয় । অথচ ধীরে ধীরে এই গুলো আঁচড় হালকা করা যায় । তাই বাজারের প্রসাধনী বাদ দ্বারা পারিবারিক পদ্ধতিতে করুন এর সমাধান ।

হাতের নিকট থাকা ২টি উপাদান দিয়েই আপনি মেছতার গাঢ়তর দাগ আস্তে সন্তপর্ণে দূর করতে পারবেন ।

যেনে নাই উপদান দুইটা কি

১:লেবুর রস


লেবুও সবার ঘরেই অফার বেসি থাকে । এই লেবুয় থাকে নানা উপকারিতা । এর রসে প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্ট থাকে । ত্বকের যে কোনো কালচে দাগ দূর করে দিতে পারে লেবু ।

তবে লেবুর রস কোনো সময়েই সরাসরি ভাবে ভাবে মুখে ব্যবহার করবেন না । এর সঙ্গে যে কোনো ফেস মাস্ক ব্যবহার করুন । এই ব্যতীতও হলুদের গুঁড়োর সঙ্গে লেবুর রস এবং মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন ।

২:হলুদ

কম বেসি সবার রান্নাঘরেই হলুদ থাকে । এই উপকরণটি সবাই রান্নায় ইউজ করেন । এমনকি রূপচর্চাতেও যুগ


যুগ ধরে এ ব্যবহারকৃত হয়ে আসতে চলেছে হলুদ । হলুদে থাকা কার্কিউমিন ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হয়ে থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে গিয়েছে । কার্কিউমিনে ইউভি প্রতিরক্ষামূলক গুণাবলী থাকে হলুদে । এর একটি হলো, অ্যান্টি-- অক্সিডেন্ট এবং অন্যটি অ্যান্টি- মুটাগেন । 



Post a Comment

0 Comments